বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:৫৫
বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটাপদ্ধতির সংষ্কারের দাবিতে সংহতি জানিয়ে ও আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মশাল প্রজ্জ্বলন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা।


শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় কোটাপদ্ধতির সংষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় শিক্ষার্থীরা।


এরপর, সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে লিপুস ক্যান্টিন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মশাল প্রজ্জ্বলিত করে মিছিল করে।এসময় মশাল হাতে নিয়ে শিক্ষার্থীরা 'জালোরে জালো, আগুন জালো, 'কোটা প্রথার বিরূদ্ধে আগুন জালো', 'কোটা প্রথার বিরূদ্ধে আগুন জালো একসাথে ', 'হামলাকারীর বিরূদ্ধে আগুন জালো একসাথে ', 'প্রশাসন জবাব চাই', 'শিক্ষার্থীদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই ', কুমিল্লাতে হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'রাজশাহীতে হামলা কেন, প্রশাসন জবাব চাই ' ইত্যাদি স্লোগান দেন।


অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবি জানান। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর পুলিশের বাধা দেওয়া তীব্র নিন্দা জানায়।


হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মাহমুদ বলেন,'' আমরা গতকাল দেখেছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। তাছাড়াও রংপুর, রাজশাহী সহ দেশের অনেক জায়গায় আমাদের ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে। এসব হামলার প্রতিবাদে আজকে আমাদের এই মশাল মিছিল। আমরা প্রশাসনের এমন নিন্দনীয় হামলার প্রতিবাদ জানাই।"


এ বিষয়ে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী জানায়, " আমদের দাবি একটি যৌক্তিক দাবি। অথচ পুলিশ দিয়ে আমাদের দাবিকে দমন করার চেষ্টা করা হচ্ছে । এমনকি পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা পর্যন্ত করে। কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করি নি। কোনো অন্যায়,অযৌক্তিক দাবি তো আমাদের নেই। তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণের কারণ কী? তাদের এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"


শিক্ষার্থীরা আরও জানায়," আমাদের সংবিধানে তো স্পষ্ট উল্লেখ করা আছে, একজন নাগরিক যৌক্তিক বিষয়ে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে। অথচ আজ আমাদের সেই অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। হামলা করা হচ্ছে। এভাবে ছাত্রসমাজকে দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের দাবী না আদায় হওয়া পর্যন্ত এ স্থান ত্যাগ করনবো না।"


প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলন ও 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। তবে গত ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হালমা চালায়। এমন ন্যাক্কারজজনক পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল করেছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।


বিবার্তা/অহনা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com