
চলতি বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষে আজ থেকে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হয়েছে।
৩০ জুন, রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদন শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২ জুলাই রাত ৮টা পর্যন্ত।
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। ৫ থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। এরপর ১২ জুলাই দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ২৬ মে থেকে একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়, যা চলে ১৩ জুন পর্যন্ত। এ ধাপে আবেদন করেন প্রায় ১৩ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। ২৩ জুন প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।
ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না। এবার আবেদন ফি ১৫০ টাকা। এই আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, সেগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরও দুই ধাপে মাইগ্রেশন করতে পারবে। শিক্ষার্থীর পছন্দের কলেজ সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটো মাইগ্রেশন করা হবে।
এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করতে পারেনি সেইসব শিক্ষার্থী এ ধাপে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা আবেদন করেও কলেজে মনোনীত হননি, শুধুমাত্র তারা অনলাইনে নিজের আইডি লগ ইন করে নতুন করে পছন্দক্রম দিতে পারবে।
বিবার্তা/সানজিদা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]