বিভাগীয় প্রধানের সাথে উদ্ধত আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:১০
বিভাগীয় প্রধানের সাথে উদ্ধত আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংরক্ষিত মিডিয়া ল্যাবে 'বিনা অনুমতিতে' প্রবেশ এবং এ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সাথে 'ঔদ্ধত্যপূর্ণ' আচরণকারী মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।


২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ শিক্ষার্থীরা মানববন্ধন করে। এতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, 'আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের সাথে মার্কেটিং বিভাগের শিক্ষক আবু উবায়দা রাহিদ স্যার যে অশিক্ষকসুলভ আচরণ করেছেন আমরা তার তদন্তসাপেক্ষ সুষ্ঠু বিচার দাবি করছি।'


কমিউনিকেশন ক্লাবের সাধারণ সম্পাদক আসিফ এন্তাজ রাব্বি বলেন, 'রাহিদ স্যার আনিছ স্যারের সাথে যে আচরণ করেছেন তা কাম্য নয়। আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।'


বিভাগের কমিউনিকেশন ক্লাবের ভিপি বিশ্বজিৎ সরকার বলেন, 'আমরা আজ মর্মাহত কারণ আমাদের একজন শিক্ষকের বিরুদ্ধে এখানে দাঁড়াতে হয়েছে। আমরা আমাদের ডিপার্টমেন্টের সাধারণত শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। একজন জুনিয়র শিক্ষক কীভাবে অন্য সিনিয়র শিক্ষকের দিকে তেড়ে যায়! আমরা আশা করব ভিসি স্যার ও প্রশাসন সুষ্ঠুভাবে এর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে। আমাদের দাবি না মানলে আমরা আরো কঠিন কর্মসূচির দিকে যাব।'


এর আগে, মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবকে সিট প্ল্যানের আওতায় রাখেন। অনুমতি না নিয়ে কেন এই রুমকে সিট প্ল্যানের আওতায় আনা হলো এই বিষয়ে কাজী আনিছ কথা বলতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দেখা হলে সেখানেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।


পরবর্তীতে ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তাদের ঘটনা সমাধানের লক্ষ্যে কয়েকজন শিক্ষক আলোচনায় বসেন। সেখানেও আবু ওবায়দা রাহিদ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে জানিয়েছে উপস্থিত শিক্ষকরা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে কাজী এম. আনিছুল ইসলাম গত ২৪ এপ্রিল সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন।


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com