চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করল সরকার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ২০:২৭
চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করল সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইনের আওতায় অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছে সরকার।


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সোহরাব আলীকে নবগঠিত কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ খান আবুল কালাম আজাদকে এই কাউন্সিলের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, চেয়ারম্যান বা রেজিস্ট্রারের পদে তাঁদের মেয়াদ হবে ৪ (চার) বছর, তবে সরকার প্রয়োজন মনে করলে এর আগেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবে।


চেয়ারম্যান বা রেজিস্ট্রার অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োজিত হবেন এবং তাদের বর্তমান পদের বা অবসর অব্যবহিত আগের পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন এবং তারা ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩’ দ্বারা, বিধি বা প্রবিধি দ্বারা ও কাউন্সিল কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করবেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com