
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই অ্যাকাডেমিক ভবনের মাঝে বৈশাখি মঞ্চ তৈরির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
১৮ মার্চ, সোমবার এর প্রতিবাদে মঞ্চের জন্য নির্ধারিত স্থানে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো।
এসময় প্রশাসনের সিদ্ধান্তকে হঠকারী দাবি করে তা অ্যাকাডেমিক এলাকার বাইরে মঞ্চ তৈরির আহ্বান জানান নেতাকর্মীরা।
এর আগে প্রাচীন গাছ কেটে এ মঞ্চ তৈরির কাজ শুরু করে আন্দোলনের মুখে কাজ স্থগিত রেখেছিলো কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মাঝে বৈশাখি মঞ্চ তৈরির জন্য দুই যুগ পুরোনো তিনটি গাছ কাটা হয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে পরিবেশবাদী ও রাজনৈতিক সংগঠনগুলো। সেসময় তারা গাছ কেটে পরিবেশের ক্ষতি করার প্রতিবাদ জানান। এছাড়া ‘অ্যাকাডেমিক এলাকায় মঞ্চ তৈরি করলে একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে’ দাবি করে অন্য স্থানে মঞ্চ তৈরির জন্য আহ্বান জানান তারা।
এসময় আন্দোলনের মুখে এবং উপাচার্য ক্যাম্পাসে না থাকায় কাজ স্থগিত রাখে কর্তৃপক্ষ। এদিকে এর অর্ধমাস পরে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আবারও মঞ্চের কাজ শুরু করে প্রশাসন। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ২টায় নির্মাণাধীন মঞ্চের সামনে মানববন্ধন করেন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে সেখানে লাল ফিতা টানিয়ে প্যাকার্ড সাঁটিয়ে একে ‘রেড জোন’ ঘোষণা করে কাজ বন্ধের দাবি জানান তারা। একইসাথে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন বলেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার মঞ্চের মডেল প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার তা দেখে কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা দিলে সে অনুযায়ী কাজ করব।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সেখানে প্রতিদিন নয় কালেভদ্রে অনুষ্ঠান হবে। ক্লাস-পরীক্ষা ব্যাহত হয় এমন কিছু করা হবে না। প্রয়োজনে ক্লাস-পরীক্ষায় ক্ষতি হবে এমন সময় অনুষ্ঠান না করার জন্য আলাদা নীতিমালা করা হবে।
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]