
সহপাঠী ও শিক্ষককে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিসহ ৬ দফা দাবি আদায়ে ক্যাম্পাসে মশাল মিছিল, পারফর্মিং আর্টস (প্রতীকী নাটক) ও মোমবাতি প্রজ্বলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
১৭ মার্চ, রবিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জবি শিক্ষার্থীরা মশাল মিছিল শুরু করে। মিছিল শেষে সুষ্ঠু বিচারের দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে ৬ দফা দাবি উত্থাপন করে প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেয় এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেয়।
সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মশাল মিছিলটি পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এবং শান্ত চত্বরে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামের ব্যানারে একদল শিক্ষার্থী প্রতীকী নাটক উপস্থাপন করে।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো:
১| অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে;
২| অভিযুক্তদের সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে;
৩| পূর্বে ঘটে যাওয়া সকল নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে;
৪| অতি দ্রুততম সময়ে নিরক্ষেপ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে;
৫| স্পেশালিস্ট মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে;
৬| আগামী সাত কার্যদিবসের মধ্যে উপস্থাপিত দাবি বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। তবে অভিযুক্তদেরতো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। আর স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রেতো একটা প্রক্রিয়া আছে।
বিবার্তা/রুদ্র/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]