শৈশব থেকেই মুজিব ছিলেন সাহসী ও ব্যতিক্রমী চরিত্র: মশিউর রহমান
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ২১:৩৯
শৈশব থেকেই মুজিব ছিলেন সাহসী ও ব্যতিক্রমী চরিত্র: মশিউর রহমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘শৈশব থেকেই মুজিব ছিলেন সাহসী ও ব্যতিক্রমী চরিত্রের অধিকারী একজন মানুষ। সেই ছোট্ট শিশু বেলা থেকেই যার মধ্যে নেতৃত্বের গুণাবলি ছিল স্পষ্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শিশুটি সাধারণভাবেই বড় হয়েছেন। শৈশব, কৈশোর পেরিয়ে বড় হওয়ার প্রত্যেকটি ধাপে অসাধারণ ও অনন্য সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে তাঁর ব্যক্তিত্বে। অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদে এগিয়ে আসা, সমাজের প্রান্তিক মানুষের জন্য কিছু করা ছিল তাঁর অনন্যসাধারণ গুণ।’


১৭ মার্চ, রবিবার গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।


ড. মশিউর রহমান বলেন, ‘মুষ্টির চাউল উঠিয়ে গরিব শিক্ষার্থী এবং সহপাঠীদের সহযোগিতা করতেন ছোট্ট মুজিব। এভাবেই ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা হতে থাকেন তিনি। সুন্দর প্রকৃতির মধ্যে বেড়ে উঠলেও তিনি দেখলেন এই অঞ্চলের মানুষ হাজার বছর ধরে স্বাধীনতা বঞ্চিত। তিনি চিন্তা করলেন এই অঞ্চলের মানুষের স্বাধীনতা দরকার। তিনি দীর্ঘ সংগ্রাম শুরু করলেন। ১২ বছরেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন। তাঁরও ছোট্ট সন্তান জন্মালেন। কিন্তু কারাগারে থাকার কারণে সেই ছোট্ট সন্তানের মুখ দেখতে পারেননি। কারাবাসে থেকে বাংলাদেশ কেমন করে স্বাধীন করবেন তার রোডম্যাপ তৈরি করেছেন, মানচিত্র এঁকেছেন।’


বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর ছিলেন বঙ্গবন্ধু উল্লেখ করে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু সারা বিশ্বের শোষিত মানুষের মুক্তির অনন্য কাণ্ডারি হয়েছেন। তিনি শুধু বাঙালি জাতির মুক্তি নিশ্চিত করেননি। তিনি চেয়েছেন বিশ্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হোক। তিনি গর্ব করে বলেছেন পৃথিবী আজ দু’ভাগে বিভক্ত- শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। সারা পৃথিবীব্যাপী নির্যাতিত, নিপীড়িত মানুষের নির্ভরতা ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছিলেন তিনি। সমাজ পরিবর্তনের জন্য, এ অঞ্চলের মানুষের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছেন সারাজীবন।’


গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্‌যাপিত হয়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com