শিক্ষা
আত্মহত্যায় প্ররোচিত করার ঘটনা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে: মহিলা পরিষদ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ২২:৪২
আত্মহত্যায় প্ররোচিত করার ঘটনা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে: মহিলা পরিষদ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। পাশাপাশি সহপাঠী ও শিক্ষক কর্তৃক যৌন নিপীড়ন ও আত্মহত্যায় প্ররোচিত করার ঘটনা শিক্ষার্থীদের যেমন উদ্বিগ্ন করে তুলছে তেমনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে।


১৬ মার্চ, শনিবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা বিবৃতিতে এসব কথা জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, অবন্তিকার মৃত্যুর জন্য সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের আত্মহত্যার প্ররোচনা ছিল। আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে দায়ী করে গত ১৫ মার্চ রাতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে সুইসাইডাল নোটে উল্লেখ করেন অবন্তিকা। দুই থেকে দেড় বছর আগে অবন্তিকার বিরুদ্ধে তার সহপাঠীরা ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে অবন্তিকা থানায় জিডি করেছিলেন।


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচিত করার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ দাবি জানিয়েছে মহিলা পরিষদ। তারা বলেছে, যৌন হয়রানি ও উত্ত্যক্ত বন্ধে বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে অভিযোগ কমিটি গঠন ও কমিটিকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ঘটনার শিকার শিক্ষার্থীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।


উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে জবির আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা ফেইসবুকে একটি পোস্টে একই ব্যাচ ও বিভাগের সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ করেন। একইসঙ্গে সহকারী প্রক্টর অধ্যাপক দ্বীন ইসলামের বিরুদ্ধে ওই অভিযুক্ত শিক্ষার্থীর পক্ষ নিয়ে তার সঙ্গে বাজে আচরণের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ করে আত্মহননের পথ বেছে নেন।


বিবার্তা/রুদ্র/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com