
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের আলোচনা সভায় হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ, শনিবার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভায় হামলার তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা।
আলোচনা সভায় রমজানের মাহাত্ম্য সম্পর্কে বক্তারা বলেন, রোজা মানুষের আত্মার খোরাক জোগায়। রোজার মাধ্যমে মানুষ তাকওয়ার চূড়ান্ত পর্যায় পৌঁছে ও বান্দা তার রবের অতি নিকটে চলে যায়। আল্লাহ যে সুযোগ দিয়েছেন, সেইটা কাজে লাগিয়ে এবং রোজা থেকে শিক্ষা গ্রহণ করে তাকওয়াবান মানুষ হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে।
আলোচনা শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]