
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
১৬ মার্চ, শনিবার রাতে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
জানা গেছে, আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কুমিল্লা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।
এর আগে, শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে ফাইরুজ অবন্তিকা শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের ঠাকুরপাড়া এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার করেন।
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শনিবার (১৬ মার্চ) বিকেলে ৬ দফা দাবি উত্থাপন করে বিক্ষোভ মিছিল করেছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে ছিল;
১। অবন্তিকার হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
২। সহপাঠী আম্মানের গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং শিক্ষক দ্বীন ইসলামকেও অবিলম্বে গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে।
৩। অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
৪। ভিকটিম ব্লেমিং বন্ধ করতে হবে এবং ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।
৬। বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়ন সেল কার্যকর করতে হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]