
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ১৬ তারিখের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী বাসটি রাজশাহী যাওয়ার পথে পরীক্ষা প্রতিনিধিসহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
১৫ মার্চ, শুক্রবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
চবি ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বায়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও চবির ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেনের সাথে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
ভর্তি পরীক্ষা সমন্বায়ক অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, রাজশাহী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে এ ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি পরিবর্তন করে আবারও রাজশাহীর দিকে রওনা দিয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত আছে।
চবির ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, সিরাজগঞ্জের তাড়াশে আমাদের গাড়ি অ্যাকসিডেন্ট করেছে। আমরা সবাই ঘুমে ছিলাম। হঠাৎ একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। বাসের সামনের অংশটা বেশ ক্ষতিগ্রস্ত হলেও আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের কেউই গুরুতর আহত হননি। তবে, এক্সিডেন্টের পরপরই ড্রাইভার ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের অনার্স ১ম বর্ষের এবারের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী এ ৩টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ১৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে চবির আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা।
বিবার্তা/মহসিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]