চার দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:১৭
চার দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিপীড়নকারী শিক্ষক মাহমুদুর রহমান জনির শাস্তি নিশ্চিতসহ চার দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।


৯ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ২ টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে তাদের দাবিগুলো হলো-
১. নিপীড়নকারী শিক্ষক মাহমুদুর রহমান জনিকে নিয়ে যে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কার্যক্রমকে বেগবান করতে সর্বাত্মক সহযোগিতা করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তের শাস্তি নিশ্চিত করতে হবে।


২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক আসিফ আল আমিনকে মারধরের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের বিচার করতে হবে।


৩. দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে। মাস্টারপ্ল্যান না করে নিজেদের খায়েশ মত গাছ কাটা বন্ধ করতে হবে।


৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সৌমিক বাগচীকে হামলার দায়ে চিহ্নিত সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।


সংবাদ সম্মেলনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কণজ কান্তি রায় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তি এবং শিক্ষার্থীদের পরামর্শ না নিয়েই নিজেরা ইচ্ছা মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এমনকি আমরা এটাও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চাকে নষ্ট করতে কালাকানুন পাশ করেছে। মূলত এই সব প্রশাসনের স্বৈরতান্ত্রিক মতের বহিঃপ্রকাশ।


ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ আল আমিন বলেন, আমরা ইতপূর্বে দেখেছি নিপিড়নকারী শিক্ষকদের শাস্তি দেওয়া হয়ে থাকে। কিন্তু আমরা মনে করি যে এবার নিপিড়নকারী শিক্ষক মাহমুদুর রহমান জনি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই গড়িমসি এবং টালবাহানা চলছে।


উপস্থিত শিক্ষার্থীরা আরো জানান, অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় তাদের দাবীসমূহ উত্থাপিত না হলে ঐদিন তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করবে এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।


বিবার্তা/আয়েশা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com