‘আমাদের কাঙ্ক্ষিত পৃথিবীতে গণহত্যা অবাঞ্ছনীয়’
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ২০:৪৩
‘আমাদের কাঙ্ক্ষিত পৃথিবীতে গণহত্যা অবাঞ্ছনীয়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘আমাদের কাঙ্ক্ষিত পৃথিবীতে গণহত্যা অবাঞ্ছনীয়। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আধুনিক বিশ্ব থেকে গণহত্যা নির্মূল হওয়া উচিত।’


শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস (সিএসজিজে) আয়োজিত জেনোসাইড এন্ড জাস্টিসের উপরে ১২তম সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।


দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘গণহত্যা সম্পর্কে নতুন প্রজন্মকে গভীরভাবে জানতে হবে। সামাজিক ন্যায় বিচার সম্পর্কে জানতে হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। সমাজ থেকে অপরাধ নির্র্র্মূলে কী করণীয় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমাদের নতুন প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তৈরি করতে হবে। গণহত্যা এবং ন্যায় বিচার কোর্স শেখার মাধ্যমে সমাজে নতুন ধারা সৃষ্টি হবে। এর মধ্যদিয়ে আমরা সভ্য সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে পারব।’


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি মফিদুল হক। উপাচার্য কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মনোযোগ সহকারে কোর্সের কার্যক্রম সম্পন্নের আহ্বান জানান।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com