ঢাবি উপাচার্যের সাথে ডিইউগফ-এর মতবিনিময়
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ২০:০২
ঢাবি উপাচার্যের সাথে ডিইউগফ-এর  মতবিনিময়
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অফিসার্স ফোরাম (ডিইউগফ)'-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক মাহমুদা খানম (সুমি)-এর নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


৫ জুলাই, বুধবার উপাচার্য লাউঞ্জে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছেন।


এসময় ফোরামের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডিইউগফ-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য ডিইউগফ-এর সদস্যদের প্রতি আহ্বান জানান।


উল্লেখ্য, গত ১৭ জুন সংগঠনের ১ম বার্ষিক সাধারণ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিসের প্রিন্সিপ্যাল স্টোর অফিসার মুহাম্মদ রুহুল আমিনকে সভাপতি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অফিসের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদা খানম (সুমি)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ডিইউগফ-এর ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম আমজাদ হোসেন শিশির (সহ-সভাপতি), রেজিস্ট্রার অফিসের প্রশাসন-৮ এর ডেপুটি রেজিস্ট্রার সালমা বিনতে হক (সহ-সভাপতি), বাংলা বিভাগের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোছা. রীনা বেগম (সহ-সভাপতি), রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৩ এর ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ (কোষাধ্যক্ষ), ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক মিঞা হাসান জামিল শিশির (যুগ্ম সম্পাদক), রেজিস্ট্রার অফিসের প্রশাসন-৩ এর ডেপুটি রেজিস্ট্রার মো. আরাফাত হোসেন (যুগ্ম সম্পাদক), ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক তাহমিনা কবীর তৃষা (শিক্ষা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী গ্রন্থাগারিক মো. ইউসুফ আলী (সাংগঠনিক সম্পাদক), ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রিন্সিপ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (আইন সম্পাদক), শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান পাপ্পু (ক্রীড়া সম্পাদক), জনসংযোগ অফিসের সেকশন অফিসার (রিপোর্টিং) শুভাশীষ রঞ্জন সরকার (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক মোহাম্মদ মাহবুব আলম (দপ্তর সম্পাদক), ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক রুবেল মিয়া (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক হাফিজুর রহমান (আন্তর্জাতিক সম্পাদক), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অফিসের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম আফতাবুজ্জামান (সদস্য), রেজিস্ট্রার অফিসের শিক্ষা৫ এর ডেপুটি রেজিস্ট্রার শিউলি আফসার (সদস্য), উপাচার্য অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লা শিশির (সদস্য), সেন্টার ফর অ্যাডভান্সড্ রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ড. শেখ আরিফুল হক (সদস্য), শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক সালমা আরজু (সদস্য), স্টেট অফিসের সহকারী এস্ট্রেট ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সদস্য), মনোবিজ্ঞান বিভাগের অ্যাডমিনেস্ট্রেটিভ অফিসার মো. সফিউল্লাহ (সদস্য), লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডেমোনেস্ট্রেটর মো. এনায়েত হোসেন (সদস্য) এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার মির্জা ইশতিয়াক আলম বেগ (সদস্য)।


বিবার্তা/ছাব্বির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com