শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার, মানতে হবে নির্দেশনা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৯:৩৩
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার, মানতে হবে নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে আগামী রবিবার (৯ জুলাই) খুলছে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এসব জেলার কয়েকটি স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।


অন্যদিকে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে এরই মধ্যে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী মারা গেছে। এসব শঙ্কা নিয়ে রবিবার দেশে পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে।


অভিভাবকরা জানিয়েছেন, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ উত্তম। কারণ এসব প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকে। সেসব জায়গাই এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করে। ঈদুল আজহার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। যা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সৃষ্টিতে ভূমিকা রাখবে।


অভিভাবকদের এমন উদ্বেগের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন বলেন, ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আমরা অবগত। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেয়া হবে। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থাকাকালীন স্কুল কর্তৃপক্ষ আর বাসায় থাকার সময় অভিভাবকরা মশার কামড় প্রতিরোধে যা যা করা দরকার তা করতে হবে।


আর প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. মো. নুরুল আমিন চৌধুরী জানিয়েছেন, ঈদের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেয়া হয়েছে। স্কুল খোলার আগে শিক্ষা কর্মকর্তা তা তদারকি করবেন। কোনো প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অধিদফতরকে জানতে অভিভাবকদের অনুরোধ করেন তিনি।


যেসব জেলায় বন্যা হয়েছে, সেখানে কত সংখ্যক প্রাথমিক স্কুল পানিতে তলিয়ে গেছে তার তথ্য জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে ওইসব স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। যেসব এলাকায় স্কুল পানির নিচে তলিয়ে গেছে সেখানে স্কুল খোলার রাখা সম্ভব হবে না। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি, আগামী রবিবারের আগেই বন্যা পরিস্থিতি ভালো হয়ে যাবে যুক্ত করেন ড. মো. নুরুল আমিন।


স্কুল খোলার আগে মানতে হবে যেসব নির্দেশনা


মশাবাহিত রোগ প্রতিরোধে দেশের সব প্রাথমিক স্কুল পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ২৫ জুন এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।


নির্দেশনায় জানানো হয়েছে, ঈদুল আজহার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঈদুল আজহার ছুটি পরবর্তী অফিস/বিদ্যালয় খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যাতে করে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজনন না ঘটে। এসব বিষয়ে কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


বিবার্তা/রাসেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com