মনিপুর স্কুলের অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত বৈধ
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১১:৩৯
মনিপুর স্কুলের অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত বৈধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের পদ থেকে মো. ফরহাদ হোসেনকে অপসারণের সিদ্ধান্ত বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার (১২ জুন) এ আদেশ দেন। আদালতে মিরপুরের মনিপুর স্কুলের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান খান।


ছিদ্দিকুর রহমান খান বলেন, গত ১৩ অক্টোবর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে সরানোর আদেশ হাইকোর্ট স্থগিত করেছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে অধ্যক্ষ ফরহাদকে অপসারণের সিদ্ধান্ত বহাল রেখেছেন।


গত বছরের ৪ অক্টোবর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে পদ থেকে সরানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) লিখিতভাবে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। ম্যানেজিং বা গভর্নিং কমিটির সভাপতি রাশেদা আক্তারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।


চিঠিতে বলা হয়েছিল, অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের চাকরির বয়সসীমা অতিক্রম করায় এবং পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে সিনিয়র প্রভাষক মো. মুস্তাফিজুর ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হলো। ফরহাদ হোসেন মুস্তাফিজুর ইসলামকে দায়িত্ব হস্তান্তর করবেন।


বিবার্তা / রাসেল/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com