এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোন বিকল্প নেই
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ১৯:৩০
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোন বিকল্প নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এমপিওভুক্ত (বেতন বাবদ মাসিক অনুদানপ্রাপ্ত) সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)।


১১ এপ্রিল মঙ্গলবার রাজধানীর মিরপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে শিক্ষক নেতারা এই দাবি করেন।


আলোচনায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম হান্নান। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করা সময়ের দাবি। এ জন্য সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোন বিকল্প নেই।


আসন্ন ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানান তিনি। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি ইসহাক হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা মুজিবুর রহমান হাওলাদার, এ কে এম আবদুল্লাহ প্রমুখ।


বিবার্তা/সউদ/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com