‘বাঙালির বীরত্বগাথা নিজেরাই সৃষ্টি করে’
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৫:২৩
‘বাঙালির বীরত্বগাথা নিজেরাই সৃষ্টি করে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাঙালির বীরত্বগাথা নিজেরাই সৃষ্টি করে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ১৯৯৭ সালে তৃতীয় পক্ষের কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই পার্বত্য শান্তি চুক্তি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বেই আমাদের পদ্মাসেতু হয়েছে, সমুদ্র বিজয় হয়েছে। এসব অর্জনই বাঙালির বীরত্বগাথা। পৃথিবীতে এমন দৃষ্টান্ত বিরল।’


১৩ মার্চ, সোমবার রাতে রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজিত প্রফেশনাল কোর্সের (অনার্স ও মাস্টার্স) ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।


দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা চায় তাদের সর্বোচ্চ দিয়ে দেশের সেবা করতে। আমরাও তাদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ প্রদানের চেষ্টা করি। আমাদের পূর্বপ্রজন্ম যারা দেশ স্বাধীনের জন্য জীবন দিয়েছেন, তাঁরা এটাই চেয়েছিলেন যে, আধুনিক প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে। নিজেকে নিয়ে ছোট বা হীনমন্যতায় ভোগা যাবে না। মেধার দৌঁড়ে যদি পিছিয়েও যাও, জীবনের দৌঁড়ে অনেক বেশি এগিয়ে যাওয়াই হবে মূল চ্যালেঞ্জ।’


শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘সবক্ষেত্রে পাশ্চাত্যকে অনুসরণ করা যাবে না। প্রাচ্যেরও অনেক প্রাচুর্য্য রয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে চুক্তি করার আগে সে অঞ্চলে সংঘাত ছিল। আমরা তার সমাধান করেছি। বিশ্বব্যাংক বলেছিল পদ্মা সেতু করা সম্ভব হবে না। কিন্তু আমরা সেটা বাস্তব করেছি। তরুণ প্রজন্মকে বলতে চাই- নিয়মিত অধ্যয়ন করবে। পাঠ্যবইয়ের বাইরেও জানার চেষ্টা করবে। তাবেই তুমি পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে বিকশিত করতে পারবে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও তোমাদের দক্ষতা দেখাতে হবে। কারণ এগুলোই একজনকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সাংস্কৃতিক বোধ যদি তৈরি না হয়, তাহলে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় প্রসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার বজলুল হক, তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ প্রমুখ। এ সময় বিবিএ, সিএসই, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ও থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।


বিবার্তা/রাসেল/মাসুম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com