সংঘর্ষের একদিন পর আবারও মারধরের শিকার রাবি শিক্ষার্থী
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ২১:৪০
সংঘর্ষের একদিন পর আবারও মারধরের শিকার রাবি শিক্ষার্থী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একদিন পর আবারও স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরেক শিক্ষার্থী। সোমবার (১৩ মার্চ) সকাল ১০ দিকে ক্যাম্পাস সংলগ্ন ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সোয়াইব আক্তার রিদয়। সে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


ভু্ক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি আমজাদের মোড় থাকি। আমার বন্ধু রিয়াজুল মিলে সকাল ১০ টার দিকে ফুলতলা ঘুরতে যাই। তখন কয়েকজন স্থানীয় ছেলে আমাদের ডাক দেয়। জিজ্ঞেস করল রাবিতে পড়ি কিনা, আমি হ্যাঁ বলার পর বলে তোদের জায়গা ক্যাম্পাস পর্যন্ত, বাইরে ঘুরস এত সাহস কেন। এই কথা বলে আমার কলার ধরে চড় মারল।'


এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এই ঘটনা শুনার সঙ্গে সঙ্গে আমি আমি পুলিশকে জানিয়েছি। পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।


এই বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। যারা এই মারধরের সঙ্গে জড়িত তাদের খোঁজার চেষ্টা করছি। ভুক্তভোগী শিক্ষার্থীকে বলেছি যখন ওই অভিযুক্তদের দেখতে পাবে তখনই যেন আমাকে ফোন দেয়।


বিবার্তা/সজল/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com