শিক্ষা
বশেমুরবিপ্রবিতে পিঠা উৎসব বুধবার
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ২১:২৪
বশেমুরবিপ্রবিতে পিঠা উৎসব বুধবার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামীকাল পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।


বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন মাঠে এ উৎসবের আয়োজন উপলক্ষ্যে স্টলসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


"ঐতিহ্যের উচ্ছ্বাসে জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা" এই স্লোগানকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবছরও শীতকালীন পিঠাপুলির আয়োজন করা হয়। আয়োজনে থাকছে ২০ প্রকারের ও বেশি রকমের দেশি বিদেশি পিঠা। তারমধ্যে রয়েছে পুলি, দুধপুলি, নাড়ু, বিক্সিট পিঠা, পায়েস, কলার পিঠা, মালপোয়া, পাটি সাপটা, মাংসের পিঠা, সবজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, কেক, ডিমের পুডিং, তক্তি পিঠা, ডালের বরফি সহ নানান রকমের রসনা তৃপ্তিকারী পিঠা।


পিঠা উৎসবের আয়োজন নিয়ে বাংলা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্চি রায় বলেন, "বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্যেকে ফুটিয়ে তোলার লক্ষে আমরা বাংলা বিভাগ বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। তার ভিতর পিঠাপুলির উৎসব আমরা অনেক উপভোগ করি। এতে আমাদের যেমন পারষ্পরিক মিল বন্ধন হয় তেমন দেশি-বিদেশি নানান পিঠা সবার মাঝে তুলে ধরা ও স্বাদ গ্রহণ করাতে পারি।"


আয়োজন নিয়ে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা বলেন, "প্রতিবছরের ন্যায় এবছরও শীতের উৎসব পিঠাপুলির উৎসব আমরা করছি। এটা এজন্যই যে, বর্তমান নগরায়নের যুগে আমরা আমাদের লোকসংস্কৃতি হারিয়ে ফেলছি। আমাদের বাংলা বিভাগ, বাংলা সাহিত্য, ভাষা-সংস্কৃতি সাহিত্য এবং বাংলা লোকজীবনকে ধারণ করেই এগিয়ে চলছে। সুতরাং বাংলা বিভাগের দায়িত্বের মধ্যেই পড়ে যে আমাদের লোকজ উৎসব ও আয়োজনের প্রতি সম্মান রেখে এই উৎসবগুলো পালন করা। এই লক্ষ্যে আমরা প্রায় সারাবছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি, তারমধ্যে শীতকালীন পিঠাপুলির উৎসব অনতম্য।"


তিনি আরও বলেন, "শুধু বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের বাইরেও গোপালগঞ্জ শহরেও এই অনেক উৎসব সাড়া ফেলে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী আসে এবং সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে।"


বিবার্তা/অহনা মজুমদার/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com