
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাসান আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রফেসর হাসান আলীর ভাগ্নে নাফিস ইমতেয়াজ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার বড় মামা দীর্ঘদিন যাবত কিডনি সমস্যা এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাসায় থেকে প্রয়োজনীয় ওষুধ খাচ্ছিলেন হঠাৎ আজ সকাল বেলায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
ঢাকা কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রফেসর হাসান আলী ০১ ডিসেম্বর ২০০২ থেকে ০৮ ডিসেম্বর ২০০২ সাল পর্যন্ত মাত্র ৮ দিন ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান আলী দুই কন্যা সন্তানের জনক, তাদের দুজনই বর্তমানে প্রবাসে অবস্থানরত।
বিবার্তা/সাখাওয়াত/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]