
বন্যার্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি কার্যক্রমের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. আতাউর রহমান বলেন, বন্যার্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম উত্তোলন ও জমাদানের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এর ফলে ভর্তি কার্যক্রম ২৯ জুনের পরিবর্তে ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]