
ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ২০২২-২৩ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মে) ঢাকা কলেজ আবৃত্তি সংসদের মডারেটর রহমাতুল্লাহ রাজনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকা কলেজ আবৃত্তি সংসদের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে এম এ সাঈদ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ বিন নুর, সাংগঠনিক সম্পাদক সাদনান তাজ আপন, কোষাধ্যক্ষ ইবনে নাঈম, প্রচার সম্পাদক ওবাইদুর সাঈদ মনোনীত হয়েছেন।
এছাড়া দফতর সম্পাদক হিসেবে মো. জাহিদ হাসান হৃদয় ও কার্যকরী সদস্য এলাহি মন্ডল, সৈয়দ মো. শহীদুল্লাহ সিদ্দিকী ও মো. তানভীর মনোনীত হয়েছেন।
আবৃত্তি সংসদের মডারেটর রহমাতুল্লাহ রাজন বলেন, আমি আশা করি নতুন কমিটির মাধ্যমে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ অনেক দূর এগিয়ে যাবে। নতুনভাবে কাজ করে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ ঢাকা কলেজের সুনাম বয়ে আনবে।
বিবার্তা/সাখাওয়াত/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]