
চাকরির বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার দাবিতে আন্দোলনে নেমেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ নামে চাকরিপ্রার্থীদের একটি সংগঠন।
বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে সংগঠনটির চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।
তাদের দাবি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করাসহ চার দফা দাবি পূরণ করতে হবে।
তাদের দাবিগুলো হলো-
১. সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাব বৃদ্ধি করতে হবে।
২. নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে। নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।
৩. চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে।
৪. একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
এ সময় তারা ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁয় নাই,’ ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন,’ ‘দাবি মোদের একটাই, বয়সসীমা বৃদ্ধি চাই,’ ‘মুক্তিযোদ্ধাদের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’ ইত্যাদি স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় ঘুরে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়েছে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাঁধার মধ্যেই দুপুর ১টার দিকে আবারো তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। তাদের ঘিরে পুলিশকেও অবস্থান নিতে দেখা গেছে।
বিবার্তা/রাসেল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]