শিরোনাম
জাবিতে ২৯তম ব্যাচের নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:০৩
জাবিতে ২৯তম ব্যাচের নির্বাচন অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৯তম ব্যাচের এ্যালামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দর্শন বিভাগের সাদাত হোসেন সভাপতি, গণিত বিভাগের মো. আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।


শনিবার (৪ ডিসেম্বর) ব্যাচের এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সরাসরি ও অনলাইন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে এবং ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে স্বশরীরে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৫০৮ জন। মোট ভোট গৃহীত হয়েছে ৪৬২টি। বিকাল সাড়ে ৫টায় মুক্তমঞ্চে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।


নির্বাচনে মোট ২১ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়। এর মধ্যে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী হয়। তারা হলেন- সভাপতি সাদাত হোসেন, সহ-সভাপতি বোরহান উদ্দিন ও মো. হাসান ইমাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মো. সামিউল আনাম সামি, মো. বাছির ও মো. রেজওয়ান আহমেদ রাজন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম, দপ্তর সম্পাদক মির্জা সাইফুর রহমান মিশু, সাহিত্য সম্পাদক উজ্জল কুমার সাহা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক মুহম্মদ মুনিম তানিম, সাংস্কৃতিক সম্পাদক সুমন সাহা, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হক মনা, সদস্য এস্তানুল কবির রাসেল ও এসএম নুরুজ্জামান।


৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। তারা হলেন- সাংগঠনিক সম্পাদক অনন্যা জুলফিকার শাওলী, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফয়জুল ইসলাম ফয়েজ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মৈত্রী তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রাহাদ।


তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন কার্য পরিচালনা করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লে. মো. আজিজুর রহমান (অব.), অন্য দুইজন হলেন- নির্বাচন কমিশনার রাফি আক্তার ও মাহবুব উল আলম।


প্রসঙ্গত, ঐদিন ছিলো ২৯তম ব্যাচের একুশতম পূনর্মিলনী। দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় টিএসসি, ক্যাফেটেরিয়া ও মুক্তমঞ্চ ছিলো মুখর। মুক্তমঞ্চে অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলো সবাই। দিন শেষে বিগত কমিটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।


বিবার্তা/আয়েশা/ফরিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com