শিরোনাম
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ১১:১২
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা থেকে শুরু হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। আর বিকেল সিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু শুক্রবার ও শনিবার দুই সিফটে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।


বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আফম মেসবাহ উদ্দিন জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬০৮ জন। প্রতিবারের মতো এবারো প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেয়ার ব্যবস্থা নিয়েছেন।


এছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/বাবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com