
খোলা আকাশের নিচে মোমের আলোয় পরীক্ষা দিয়ে পরীক্ষা স্থগিতের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় শুরু করার জোর দাবি জানায়।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
প্রতীকী পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী জোবায়দা ফৌজিয়া নদী বলেন, 'আমাদের পরীক্ষার জন্য রুটিন দেয়া হয়েছিলো তাই ক্যাম্পাসে এসেছিলাম। কিন্তু পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় আমরা মানসিক, আর্থিক সব দিক দিয়েই ক্ষতির মুখে পড়েছি। আমাদের একটাই দাবি পরীক্ষাগুলো নিতে হবে।'
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ জুবায়ের বলেন, 'আমাদের সমাজের দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। আমাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিবেন না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার এ বিষয়ে নেয়া সিদ্ধান্তগুলো যেন পূনর্বিবেচনা করে।'
মোমের আলোয় পরীক্ষা দেয়ার আগে দুই দিন চলমান পরীক্ষাসমূহ পুনরায় শুরু করার দাবিতে মানববন্ধন করেছিলো বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বিবার্তা/বিশাল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]