শিরোনাম
বেরোবিতে ‌‌‌‌বেগম ‘রোকেয়া স্মারক বক্তৃতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬
বেরোবিতে ‌‌‌‌বেগম ‘রোকেয়া স্মারক বক্তৃতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে "বেগম রোকেয়া স্মারক বক্তৃতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) বেলা ১২টায় লোকপ্রশাসন বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহেরের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. জেবউননেছা জেবা।


প্রধান আলোচকের বক্তব্যে ড.জেবউননেছা বলেন, বর্তমান সমাজে নারী শিক্ষার অবদানের জন্য বেগম রোকেয়ার অপরিসীম অবদান। আমাদের সমাজের মেয়েদেরও বেগম রোকেয়ার মতো এমন দৃঢ়প্রত্যয় হয়ে সাফল্য অর্জন করতে হবে। এসময় মেয়েদের জীবনের বিভিন্ন বাধা অতিক্রম করার জন্য বেগম রোকেয়ার জীবনকে অনুসরণ করার পরামর্শ দেন তিনি।


সেমিনারে সমাপনী বক্তব্যে দেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শিপন/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com