শিরোনাম
রুম্পা হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ২০:১৪
রুম্পা হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা।


শনিবার (৭ ডিসেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমাদের এক বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। স্বাধীনতার ৪৮ বছর পরেও বাংলাদেশে মেয়েদের ধর্ষণের শিকার হতে হয়। এছাড়া বর্তমানে এ দেশে একের পর এক বিভিন্ন ধরনের অপকর্ম হয়ে যাচ্ছে। এইসব অপকর্মের কোনো বিচার হচ্ছে নাহ। বিচারহীনতার এই অপসংস্কৃতির কারণে পূণরায় অপকর্মগুলো করছে দোষীরা।’


এসময় অনতিবিলম্বে রুম্পা হত্যায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি করেন তারা।


উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে পুলিশ সিদ্ধেশ্বরীর ৬৮ নম্বর বাড়ির সামনের রাস্তা থেকে রুম্পার লাশ উদ্ধার করে। অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দেয়ার মুহূর্তে রুম্পার পরিবার খবর পায়। পরে সেখানে গিয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছ থেকে লাশটি এনে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন করা হয়।


বিবার্তা/শিহাব উদ্দিন/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com