শিরোনাম
চবি ছাত্রলীগ একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯
চবি ছাত্রলীগ একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ক্লাস, পরীক্ষা পূর্ব-নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।


সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় চবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সিএফসির গ্রুপের নেতা রেজাউল হক রুবেল বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আসবেন তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতি চলে যাওয়ার তিনদিন পরে যদি সমাধান না হয় আবার আন্দোলনে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন রুবেল।’


বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’


বিশ্ববিদ্যালয় প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, আন্দোলনকারীরা মৌখিকভাবে অবরোধ প্রত্যাহার করেছে। উপাচার্যের সঙ্গে বসে চূড়ান্তভাবে প্রত্যাহার করবে। সবধরনের ক্লাস, পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। শাটল ট্রেনও স্বাভাবিকভাবে চলাচল করবে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com