শিরোনাম
রংপুর অঞ্চলের স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৪৪
রংপুর অঞ্চলের স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এ.এফ ‍মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশ ব্যাপী ‘১১শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-১৯ এর রংপুর অঞ্চলের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর (শুক্রবার)। আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর(মঙ্গলবার)।


আয়োজকদের সূত্রে জানা গেছে, গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করা সহ, সর্বোপরি গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে বাংলাদেশ গণিত সমিতি সুদীর্ঘ ১০ বছর ধরে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণ প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এতে গণিতের ছাত্র ছাড়াও বিজ্ঞান ও প্রকৌশলী ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন এবং মেধার স্বাক্ষর রাখছে।


দেশের আটটি অঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মদ্ধে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)গণিত বিভাগের গ্যালারী রুমে রংপুর অঞ্চলের গণিত অলিম্পিয়াড প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। উক্ত অলিম্পিয়াড প্রতিযোগীতায় রংপুর অঞ্চলের আটটি বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বগুড়া জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।


এ অলিম্পিয়াডে শীর্ষ দশ প্রতিযোগীকে (কমপক্ষে দুইজন নারী) নির্বাচন করা হবে। নির্বাচিতদের ডিসেম্বর মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। চুড়ান্ত পর্বে বিজয়ীদের সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।


আগ্রহী শিক্ষার্থীদের বৃহত্তর রংপুর অঞ্চলের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড.তাজুল ইসলাম বরাবর আবেদন করতে হবে।
উল্লেখ্য, প্রতিযোগীতার বিস্তারিত নিয়মাবলি বাংলাদেশ গণিত সমিতির ওয়েবসাইটে পাওয়া যাবে।


বিবার্তা/শিপন/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com