শিরোনাম
১১ ও ১২ নভেম্বর উপকূলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৬:২১
১১ ও ১২ নভেম্বর উপকূলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সোমবার (১১ নভেম্বর) ও মঙ্গলবার (১২ নভেম্বর) উপকূলীয় ১৪ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। তবে ঘূর্ণিঝড় কবলিত লোকজনের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।


রবিবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিদদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এই আদেশ জারি করেন।


আদেশে আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের (অধ্যক্ষ ও প্রধান শিক্ষক) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।


যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে— চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com