শিরোনাম
মহাসড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১৪:১৬
মহাসড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তিন দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।


বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।


বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তিন দফা আন্দোলন নেতৃত্বে দিচ্ছেন জাকারিয়া জাকির, তানভীর আহমেদ, মামুন শাকিল, পাভেল আহমেদ, দেলোয়ার হোসেন, নোমান খান, মুরাদ হোসেন, বাবুল হোসেন।


এদিকে চলমান আন্দোলন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাউকে দেখা যায়নি।


শিক্ষার্থীদের দাবিগুলো হলো-আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুনিশ্চিত ব্যবস্থা, বিগত বছরে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভর্তি পরীক্ষা চলাকালীন প্রবেশে নিষেধাজ্ঞা জারি ও ভর্তিসংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা।


এ ছাড়া আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের যেন পরে বিভাগীয় ও একাডেমিক হয়রানি না করা হয় তা সুনিশ্চিত করতে হবে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com