শিরোনাম
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ০৯:২৩
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।


মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘বি’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক একে শামসুদ্দোহা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাবির ওয়েবসাইটে (www.ru.ac.bd) আগামী ১৫ নভেম্বর দুপুর ১২ টা থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে ভর্তির জন্য কোনোভাবেই বিবেচিত হবে না। আগামী ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রথম প্রকাশিত মেধা তালিকার শিক্ষার্থীদের ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তির সময় প্রার্থীকে পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, বিষয় পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশীট, এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।


ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য admission.ru.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে৷


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com