শিরোনাম
জাবিতে ভিসির পদত্যাগের দাবিতে ধর্মঘট অব্যাহত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৯, ১০:৩৪
জাবিতে ভিসির পদত্যাগের দাবিতে ধর্মঘট অব্যাহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে টানা নবম দিনের মত বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ চলছে।


সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।


অবরোধের কারণে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অবরোধ ও ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ক্লাস পরীক্ষা নেয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।


উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিবার্তা/শরীফুল/এরশা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com