শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১৯:০৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিদ্যা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মোটিভেশনাল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিভাগের প্রধান মাহমুদা সিকদারের সভাপতিত্বে ও জিল্লুর রহমান পলের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক সুব্রত কুমার দে, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী, রেজিষ্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সহ দুই হল প্রভোস্ট বক্তব্য রাখেন।


এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকসহ চলচ্চিত্র ও গণমাধ্যম বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১২ কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।


বক্তারা শিক্ষার্থীদের অদম্য শক্তি নিয়ে এগিয়ে দেশ ও পরিবারের জন্যে কাজ করতে আহ্বান জানান। সেই সঙ্গে কাজ ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার কথাও বলেন তারা। এসময় অতিথিরা তাদের জীবনের সফলতার গল্প গুলোও তুলে ধরেন।


বিবার্তা/পাভেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com