শিরোনাম
ক্লাসে ফেরেননি বুয়েট শিক্ষার্থীরা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১৪:১৪
ক্লাসে ফেরেননি বুয়েট শিক্ষার্থীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ক্লাসে ফেরার কথা থাকলেও সকাল থেকে কাউকে দেখা যায়নি। শনিবার (১৯ অক্টোবর) সকালে বুয়েট ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের সমাগম নেই। ক্লাসে ঝুলছে তালা।


এ ব্যাপারে শিক্ষার্থীরা বলছেন, আবরার হত্যার ঘটনায় জড়িত দোষীদের স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে ক্লাসে ফিরবেন না তারা।


অন্যদিকে শিক্ষকরা বলেন, দ্রুতই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এ সময় তারা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানান।


উল্লেখ্য, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ১০ দফা দাবি নিয়ে ৯ দিন ধরে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে গত বুধবার সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শপথ নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেয় বুয়েটের শিক্ষার্থীরা।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com