শিরোনাম
জাবিতে উপাচার্যপন্থীদের মোমবাতি প্রজ্বলন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১০:৫৬
জাবিতে উপাচার্যপন্থীদের মোমবাতি প্রজ্বলন
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক আন্দোলনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে উপাচার্যপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে "অন্যায়ের বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর" ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


মোমবাতি প্রজ্বলনের পূর্বে ও পরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা ও কল্পিত দাবি করে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


ডকুমেন্টারিতে বক্তারা উপাচার্যকে নির্দোষ দাবি করে বলেন, আমরা উপাচার্যকে অনেকদিন যাবত চিনি ও জানি। তিনি এ ধরণের দুর্নীতি কখনো করতে পারেন না। তারচেয়ে বড় কথা হলো, উন্নয়নের টাকা যেখানে ছাড়ই হয়নি সেখানে দুর্নীতি কি করে হবে? উপাচার্য সর্বদা উন্নয়নের পক্ষে। কিন্তু কিছু কুচক্রী মহল আন্দোলনকে দমানোর চেষ্টায় আছে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের সুবিধার্থে হল হওয়া অতি জরুরি। যদি হল হয় তবে শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হবে। এতে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত হবে।


বিবার্তা/শিহাব/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com