শিরোনাম
আবরার হত্যা: বাকৃবিতে মানববন্ধন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৩৪
আবরার হত্যা: বাকৃবিতে মানববন্ধন
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।


রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধনের আয়োজন করেন তারা।


এ সময় বক্তারা বলেন, দেশের সর্বচ্চো শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যখন একজন ছাত্র হত্যার মত ঘটনা ঘটতে পারে তখন দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সজাগ হয়ে যাওয়া উচিত। আর কোনো আবরারের লাশ যেন দেশকে দেখতে না হয় সেজন্য সকল বিশ্ববিদ্যালয়ের হলে গেস্টরুম ও টর্চার সেলের মত অপচর্চা এবং অসুস্থ ছাত্র রাজনীতি বন্ধ করতে প্রশাসনকে সজাগ হওয়ার অনুরোধ করেন বক্তারা।


মানববন্ধনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এম. এ সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. লাভলু মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামানসহ শিক্ষক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/রাকিব/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com