শিরোনাম
আবরার হত্যা: জাবি ছাত্রলীগের শোক র‌্যালি
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ২২:২৪
আবরার হত্যা: জাবি ছাত্রলীগের শোক র‌্যালি
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শোক প্রকাশ করে র‌্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে জাবি শাখা ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহীদ মিনার চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোক র‌্যালি শেষে মোমবাতি প্রজ্বলন করে নিহত আবরারকে স্মরণ করে নেতাকর্মীরা।


র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: জুয়েল রানা নিহত আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করে বলেন, ‘ যারা প্রাণের সংগঠন ছাত্রলীগকে কলঙ্কিত করেছে ও নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি সদস্যকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি যেন আমাদের দ্বারা কোনো ধরনের অপকর্ম না ঘটে।’


তিনি আরো বলেন, ‘বাংলাদেশে আরো হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু সব হত্যাকাণ্ডের বিচার হয়নি। তবে এই হত্যার বিচার হবে। যেহেতু প্রধানমন্ত্রী নিজে আশ্বস্ত করেছেন বিচারের ব্যাপারে, সুতরাং বিচার অবশ্যই হবে। তাই সকলের প্রতি আমাদের অনুরোধ, এ বিষয়ে কোনো নোংরা রাজনীতি না করে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন।’


বিবার্তা/শিহাব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com