শিরোনাম
৫ দিনের পূজার ছুটিতে জবি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৯, ১৩:৩৭
৫ দিনের পূজার ছুটিতে জবি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে দুর্গাপূজার আয়োজন হতে যাচ্ছে।


স্বনাতন ধর্মাবলম্বীদের এ পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ৪ ও ৫ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মোট পাঁচদিনের ছুটি পাচ্ছেন।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


দফতর থেকে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে আগামী রবিবার (৬ অক্টোবর) থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহ বন্ধ থাকবে।


দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহ বুধবার (৯ অক্টোবর) থেকে যথারীতি শুরু হবে।


বিবার্তা/আদনান/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com