শিরোনাম
ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৪০
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১১
ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সোমবার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ছাত্রদলের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেয়া হয়েছে।


সোমবার বেলা সাড়ে ১১টার দিকে (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


হামলার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।


হামলায় আহতরা


তিনি অভিযোগ করেন, হামলার সময় ছাত্রদল নেতাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছাত্রলীগ। এ সময় একজন সাংবাদিক মারাত্মকভাবে আহত হন এবং তার মোবাইলও সনজিতের অনুসারীরা ছিনিয়ে নিয়ে গেছে।


শ্যামল বলেন, আমরা প্রতিদিনের মতো সোমবার সকালে মধুর ক্যান্টিনে যাই। সেখান থেকে বের হয়ে টিএসসির দিকে এগোচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের পিছু নেয়। তিনি বলেন, পরে তারা জয়বাংলা স্লোগান দিয়ে আমাদের ওপর অর্তকিতে হামলা চালায়।


চিকিৎসা নিচ্ছেন আহত ছাত্রদলের নেতাকর্মীরা


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হাকিম চত্বরে মাই টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় ৭-৮ জন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদল টিএসসিতে চলে আসলে সনজিতের অনুসারী কমপক্ষে ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদলকে মারধর করে।


এদিকে পেশাগত দায়িত্ব পালন করার সময় ছাত্রলীগের হামলায় কমপক্ষে তিনজন সাংবাদিক আহত হন। এর মধ্যে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানের কান ফেটে যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নিয়ে যান।



ঢামেকে ভর্তি ছাত্রদলের আহতরা


ছাত্রদলের গত কমিটির সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল জানান, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে তাদের ওপর রড লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলায় ডাকসু নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বী সোহেলসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর ৫ জন।


এ বিষয়ে কথা বলতে সনজিত চন্দ্র দাসকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


বিবার্তা/এরশাদ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com