শিরোনাম
ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০১
ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিতর্কিত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সকাল থেকেই মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।


এর আগে, বুধবার বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ও একটি পত্রিকার ক্যম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এক বিজ্ঞপ্তিতে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।


উল্লেখ্য, এর আগে উপাচার্যের সঙ্গে জিনিয়ার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। একজন উপাচার্য কীভাবে একজন শিক্ষার্থীর সঙ্গে ‘এরকম’ ভাষায় কথা বলতে পারেন সেটি নিয়েও বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সুশীল সমাজে কড়া সমালোচনা শুরু হয়।


বিবার্তা/এরশাদ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com