শিরোনাম
ঢাবিতে ভর্তিচ্ছুদের ১১ সেবা দেবে ছাত্রলীগ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪২
ঢাবিতে ভর্তিচ্ছুদের ১১ সেবা দেবে ছাত্রলীগ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতায় ১১ সেবা দেয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানানো হয়।


সংবাদ সম্মেলনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতার জন্য ছাত্রলীগের গৃহীত কর্মসূচিগুলো পাঠ করে শোনান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। কর্মসূচিগুলো হলো-


১. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে থাকার সুব্যবস্থা করবে।


২. শিক্ষার্থীদের পরিবহনের জন্য জয় বাংলা বাইক সার্ভিস থাকবে।


৩. পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য দিক নির্দেশক চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।


৪. সুপেয় খাবার পানির ব্যবস্থা করা হবে।


৫. কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।


৬. শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে।


৭. বিভিন্ন পয়েন্টে স্থায়ী তথ্য কেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।


৮. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে।


৯.ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ার, হাতপাখা ও খাবার পানির ব্যবস্থা করা হবে।


১০. হটলাইনের মাধ্যমে যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।


১১. তাৎক্ষণিক সেবা দানের জন্য মেডিকেল ক্যাম্প গঠন করা হবে।


সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এবার ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় ও জালিয়াতি হয়, তাহলে ছাত্রলীগ এর দাঁতভাঙ্গা জবাব দেবে।


পাবলিক বিশ্বিবদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়া উচিত কিনা এসম্পর্কে ছাত্রলীগের মতামত জানতে চাইলে সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা স্বাতন্ত্র্য আছে। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বায়ত্তশাসন, স্বাতন্ত্র্য ও বৈচিত্র হারাবে।’


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com