শিরোনাম
জন্মাষ্টমী উপলক্ষে ইবিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫
জন্মাষ্টমী উপলক্ষে ইবিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জন্মাষ্টমী ১৪২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এ আয়োজন করে।


সূত্র মতে, জন্মাষ্টমী উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মিলিত হয়। পরে সেখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। এছাড়াও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত প্রোক্টর ড. আনিছুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জায়িম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com