শিরোনাম
বিএনপি-জামায়াত সিন্ডিকেটমুক্ত শিক্ষা ভবন চায় ছাত্রলীগ
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৪:৫৭
বিএনপি-জামায়াত সিন্ডিকেটমুক্ত শিক্ষা ভবন চায় ছাত্রলীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি-জামায়াত সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে। তবে শিক্ষা ভবনকে বিএনপি-জামায়াত সিন্ডিকেটমুক্ত করতে চায় ছাত্রলীগ।


এরই পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ আগস্ট) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকের কাছে মৌখিকভাবে এ দাবি উপস্থাপন করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


জানা গেছে, নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী থাকাকালে শিক্ষা ভবনে কৌশলে জামায়াত-বিএনপি সিন্ডিকেট গড়ে ওঠে। আর ওই সিন্ডিকেটটি পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।


এতদিন সবার ধরাছোঁয়ার বাইরে ছিলেন। কিন্তু গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে হলুদ পাঞ্জাবি পরেন তিনি। পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ সময় অনেকেই মন্তব্য করেন ‘শোক দিবস পালন না করে মাউশির ওই কর্মকর্তা বসন্ত উৎসব পালন করছেন।’


শুধু তাই নয়, গত ২১ আগস্ট শিক্ষা ভবন সংলগ্ন সিরডাপ মিলনায়তনে একটি গোল টেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় ১৫ আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনাকে ‘নিছক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেন তিনি।


তার এমন বক্তব্য দেয়ার অভিযোগ ওঠার পর তাকে ওএসডি করা হয়। একই সঙ্গে তাকে স্ট্যান্ড রিলিজও করা হয়। পরে ওই খবর দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেটসহ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ হওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের দাবি নিয়ে শিক্ষা ভবনে উপস্থিত হন। পরে ছাত্রলীগ নেতাদের দাবি অতিদ্রুত শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে জানাবেন বলে জানান মহাপরিচালক।



বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লা বিবার্তাকে বলেন, শিক্ষা ভবনে গুরুত্বপূর্ণ পদে বিএনপি-জামায়াতপন্থিরা এখনো সক্রিয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা মাউশির মহাপরিচালকের কাছে দাবি জানিয়েছি।


কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা ওয়ারেছী চঞ্চল বলেন, ‘এ অফিসের প্রধান হয়ে আপনিই আমাদের কাছে কারা জামায়াত করে, কারা স্বাধীনতাবিরোধী-তাদের লিস্ট চাচ্ছেন। অথচ এ দায়িত্বটা আপনার নিজেরই অনেক আগেই পালন করা উচিৎ ছিল। এটা আপনার ব্যর্থতা। অথচ আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে আপনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মকর্তা-কর্মচারীদের কোনঠাসা করে রাখেন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সর্বদা দূরে রাখেন।’


নাজমুল হুদা ওয়ারেছী চঞ্চল বলেন, ‘আপনাকে আল্টিমেটাম দিয়ে গেলাম। অতি দ্রুত ড.জাহাঙ্গীরকে চাকরিচ্যুতির সুপারিশ করুন এবং স্বাধীনতাবিরোধী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় আমরা আপনাকেই স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে আপনার বিচার দাবি করব।’


বিবার্তা/খলিল/রবি


আরো পড়ুন...


অবশেষে বিএনপি-জামায়াত সিন্ডিকেটের মূলহোতা সেই জাহাঙ্গীর ওএসডি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com