শিরোনাম
পদ্মা সেতু নিয়ে গুজব, গ্রেফতার ৪
প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১৫:৩০
পদ্মা সেতু নিয়ে গুজব, গ্রেফতার ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পদ্মা সেতু নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া শুক্রবার দুপুরে চারজনকে গ্রেফতারের বিষয়টি গণ্যমাধ্যমকে জানিয়েছেন।


তিনি জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।


এর মধ্যে গ্রেফতার তিনজন হলেন- নড়াইলের শহীদুল ইসলাম (২৫), চট্টগ্রামের আরমান হোসাইন (২০), মৌলভীবাজারের ফারুক (৫০)। আরেকজনের পরিচয়া পাওয়া যায়নি।


মিজানুর রহমান ভূঁইয়া আরো জানান, গ্রেফকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


বিবার্তা/খলিল/রবি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com