শিরোনাম
প্রতিপক্ষকে ফাঁসাতে ফুলনের গায়ে আগুন, ১৩ দিন পর মৃত্যু
প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৪:৪০
প্রতিপক্ষকে ফাঁসাতে ফুলনের গায়ে আগুন, ১৩ দিন পর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনার ১৩ দিন পর মারা গেছেন ফুলন রানী বর্মন (২২)।


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।


ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন ছিলেন ফুলন রানী বর্মণ। সকালে তিনি মারা যান।


নরসিংদীর বীরপুরে জমি সংক্রান্ত মামলায় প্রতিবেশীকে ফাঁসাতে ফুপাতো ভাই ও তার দুই সহযোগীর দেয়া আগুনে দগ্ধ হয় রানী বর্মন। শরীরের ১২ ভাগ পোড়া নিয়ে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি হন তিনি।


পুলিশের তথ্য অনুযায়ী, ১৩ জুন রাত সাড়ে ৮টায় শহরের বীরপুর মহল্লার একটি দোকান থেকে জিনিস কিনে বাসায় ফেরার পথে ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় ফুফাতো ভাই ভবতোষ বর্মণ ও তার দুই সহযোগী রাজু সূত্রধর ও আনন্দ বর্মণ।


নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পিংকীর আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে গ্রেফতারকৃত রাজু সূত্রধর।


স্বীকারোক্তিতে রাজু সূত্রধর পুলিশকে জানায়, প্রতিবেশী সুখ লাল ও হিরা লালের পরিবারকে জমি সংক্রান্ত মামলায় ফাঁসাতে পরিকল্পিতভাবেই ফুলনের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। সহযোগী হিসেবে ছিলেন রাজু সূত্রধর ও আনন্দ বর্মণ।


এ ঘটনায় প্রধান অভিযুক্ত ভবতোষ বর্মণ ও অপর সহযোগী আনন্দ বর্মণকেও গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


বিবার্তা/আকরাম/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com