শিরোনাম
'সীমান্তে ৭২৮,৭৫, ৪২,৪৩৫ টাকার পণ্য-মাদক দ্রব্য জব্দ'
প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৯:০৪
'সীমান্তে ৭২৮,৭৫, ৪২,৪৩৫ টাকার পণ্য-মাদক দ্রব্য জব্দ'
(ফাইল ছবি)
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চলতি অর্থ বছরে এ পর্যন্ত সীমান্ত এলাকা থেকে ৭২৮ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪৩৫ টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।


তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান রোধে বিজিবির সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা, ব্যাপক তল্লাশি এবং নজরদারি বৃদ্ধির ফলে এটা সম্ভব হয়েছে। এসব চোরাচালানের সাথে জড়িত ২ হাজার ১৯৩ জনকে আটক করে মামলার মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তিনি বলেন, বিজিবি চিহ্নিত ও তালিকাভুক্ত চোরাকারবারিদের ছবি সীমান্তের বিওপিসহ বিভিন্ন স্থানে সংরক্ষণের মাধ্যমে তাদের আন্তঃসীমান্ত অতিক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়াও সীমান্তের স্পর্শকাতর এলাকা, চোরাচালানের রুট বিজিবি- বিএসএফ যৌথভাবে চিহ্নিত করে এলাকাসমূহে বিজিবির জনবল বৃদ্ধি, টহল তৎপরতা জোরদার, ২৪ ঘণ্টার ডিউটি পোস্ট তৈরি করা হয়েছে। এর বাইরে বিজিবি-বিএসএফ দিন-রাত যৌথ সমন্বিত টহল পরিচালনা করছে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com