শিরোনাম
পুলিশকে ভয় দেখানো ও ডোনারদের দৃষ্টি আকর্ষণের জন্য মালিবাগে হামলা
প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৪:২৩
পুলিশকে ভয় দেখানো ও ডোনারদের দৃষ্টি আকর্ষণের জন্য মালিবাগে হামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মালিবাগ মোড়ে ককেটেল হামলা পুলিশকে ভয় দেখানো এবং ডোনারদের দৃষ্টি আকর্ষণের করা হতে পারে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।


রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


সিআইডি প্রধান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দীর্ঘদিন থেকে জঙ্গি কার্যক্রম বন্ধ রয়েছে। আর তাদের কার্যক্রম বন্ধ থাকলে ডোনাররা অর্থ দেয়া বন্ধ করে দেয়। তাই ডোনারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এ হামলা হতে পারে। আর ডোনারদের দৃষ্টি আকর্ষণ হলে বেশি টাকা আদায় করার চেষ্টা করে হামলাকারীরা।


এছাড়াও পুলিশকে ভয় দেখানোর জন্যও হামলা হতে পারে বলে মনে করেন তিনি।


তিনি বলেন, পুলিশের ভ্যানে হামলার আরেকটি উদ্দেশ্য হলো, পুলিশ সদস্যদের মনে ভয়-ভীতি সৃষ্টি করা। এছাড়াও পুলিশ সদস্যদের মানসিকভাবে ভেঙে দেয়া এবং তাদের মনোবল দুর্বল করা।


রবিবার রাত ৯টার দিকে মালিবাগে পুলিশের একটি গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এএসআই রাশেদা আক্তার বাবলী (২৮) ও রিক্সা চালক লাল মিয়া (৫০) আহত হন।


এ ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।


এছাড়াও পরদিন সোমবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায় স্বীকার করে।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com